শিক্ষক : শাকিল, বল তো আমেরিকার প্রেসিডেন্টের নাম কী?
শাকিল : জানি না।
শিক্ষক : আচ্ছা, এবার ফয়েজ বলো তো, গাড়ি কীভাবে চালানো উচিৎ নয়?
ফয়েজ : জানি না স্যার।
শিক্ষক : এখন সাদিয়া বলো তো মুরগি কী পারে?
সাদিয়া : স্যার জানি না।
শিক্ষক : গাধার দল।
হঠাৎ করে সায়মন দাঁড়িয়ে বলল-
সায়মন : স্যার, আমি জানি।
শিক্ষক : বলো তো শুনি?
সায়মন : ট্রাম্প ফুল স্পিডে ডিম পারে।