মুখ থেকে বয়সের ছাপ দূর করতে ভাতের প্যাকের উপর নির্ভর করা যেতে পারে। কেননা ভাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-ই। যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
পাশাপাশি ভাতের মাড়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। যা ত্বকে পানির পরিমাণ বজায় রাখে। এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে।
প্যাকটি তৈরির উপকরণ
তিন টেবিল চামচ গরম ভাত, টেবিল চামচ গরম দুধ ও টেবিল চামচ মধু।
প্রস্তুত প্রণালী
সবগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে প্যাকটি তৈরি কর হবে।
ব্যবহারবিধি
প্যাকটি লাগানোর আগে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। তারপর সেটি মুখ ও ঘাড়ে ভালো করে লাগাতে হবে। এ প্যাক শুকিয়ে গেলে ভাতের মাড় দিয়ে মুখ ও ঘাড় ধুয়ে ফেলতে হবে। এটি সপ্তাহে একবার ব্যবহারে জাদুকরী ফল পাওয়া যাবে।