সাধারন জ্ঞানের আসর - ৮৫তম পর্ব

সাধারণ জ্ঞান March 9, 2017 1,489
সাধারন জ্ঞানের আসর - ৮৫তম পর্ব

১) বাংলাদেশের সর্বউত্তরের জেলা→ পঞ্চগড়।

.

২) সর্বদক্ষিণের জেলা→ কক্সবাজার।

.

৩) সর্বপূর্বের জেলা→ বান্দরবন।

.

৪) সর্বপশ্চিমের জেলা→ চাপাইনবাবগঞ্জ।

.

৫) প্রথম নিরক্ষরমুক্ত জেলা→ মাগুরা।

.

৬) "ডটার অব পাকিস্তান" বলা হয়→ মালালা ইউসুফজাইকে।

.

৭) হিরোশিমা ও নাগাসাকি শহরে নিক্ষিপ্ত বোমা দুটির নাম→ লিটলবয় ও ফ্যাটম্যান।

.

৮) জাতিসংঘ সদরদপ্তরের স্থপতি→ ডব্লিউ হ্যারিসন।

.

৯) বিশ্বের সর্বাধিক বনভূমির দেশ→ রাশিয়া।

.

১০) "অর্থনৈতিক পরাশক্তি" বলা হয়→ জাপানকে।


তথ্যসূত্রঃ ইন্টারনেট