তুই আর ভালো হলি না

শিক্ষক-ছাত্র কৌতুক March 5, 2017 3,426
তুই আর ভালো হলি না

কলেজের একাদশ শ্রেণিতে যুক্তিবিদ্যা ক্লাস চলছে...


শিক্ষক : আমি টেবিল ছুঁয়েছি, আর টেবিল মাটি ছুঁয়েছে, তার মানে আমি মাটি ছুঁয়েছি। এ রকম একটি যুক্তি দেখাও!


গিল্টু : স্যার আমি আপনাকে ভালোবাসি, আর আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, তার মানে আমি আপনার মেয়েকে ভালোবাসি।


শিক্ষক : ওরে গিল্টু, তুই আর ভালো হলি না।