সন্তান জন্মের সাত দিনের মধ্যে কী করতে হয়?

ইসলামিক শিক্ষা March 3, 2017 2,012
সন্তান জন্মের সাত দিনের মধ্যে কী করতে হয়?

প্রশ্ন : সন্তান জন্মের সাত দিনের মধ্যে আকিকা ছাড়া আর কী কী খাস করণীয়?


উত্তর : সপ্তম দিনের কাজগুলোর মধ্যে প্রথম কাজ হচ্ছে, সন্তান যে অবস্থায় জন্মগ্রহণ করেছে, তার মাথায় যে চুল আছে, এই চুলগুলো হলক করা, কামিয়ে নেওয়া।


কামানো চুল ওজন করে সেই ওজনের পরিমাণ অনুযায়ী রৌপ্য সাদকা করার বিধান রাসূল (সা.)-এর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এটি করতে পারেন।


দ্বিতীয় হচ্ছে, তাসমিয়াতুল মাওলুত। নবজাতকের নামকরণ করা। দেখা যায়, অনেকেই নামকরণ করেন না। অনেক দেরি করেন। সুন্নাহ হচ্ছে, এই দিনে তাঁর নামকরণ করা। এর পর তাঁর পক্ষ থেকে আকিকা করা।


এরপর সম্ভব হলে তাহনিক করা। একেও কেউ কেউ সুন্নাহ বলেছেন। তবে এই মাসয়ালার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে।


তাহনিক হচ্ছে, কোনো একজন ভালো, যোগ্য, সম্মানিত, নেক ব্যক্তির কাছে গিয়ে একটু খেজুর বা মিষ্টিজাতীয় চিবিয়ে তার মুখের ভেতর দেওয়া। এটাকে তাহনিক বলা হয়ে থাকে।


রাসূল (সা.)-এর কাছে উম্মে সুলাইম (রা.) তাঁর ছোট ছেলেকে নিয়ে এসেছিলেন এবং রাসূল (সা.) তাহনিক করেছেন। সুতরাং সম্ভব হলে সেটা করতে পারেন। এ কাজগুলো মূলত সপ্তম দিন সন্তানের জন্য করার বিষয় রয়েছে।


তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আকিকা করা। যেহেতু রাসূল (সা.) হাদিসের মধ্যে বলেছেন, ‘তার জন্মের সপ্তম তারিখেই তার পক্ষ থেকে আকিকা করা হবে।’


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন