তারুণ্য ধরে রাখে কমলালেবু

রূপচর্চা/বিউটি-টিপস February 25, 2017 1,244
তারুণ্য ধরে রাখে কমলালেবু

গরমের সময় রোদের কারণে ত্বক কালচে হয়ে যায়, বলিরেখা দেখা দেয় এবং ত্বক মলিন ও রুক্ষ হয়ে যায়। এ ক্ষেত্রে কমলালেবু আপনাকে সাহায্য করবে। এই মৌসুমে ত্বককে সতেজ রাখতে এবং তারুণ্য ধরে রাখতে কমলার বিকল্প নেই। তবে এই ফলটির সঙ্গে আরো দুটি প্রাকৃতিক উপাদান মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের অন্যান্য সমস্যারও দ্রুত সমাধান হবে। নিচে কমলা দিয়ে তৈরি এমনই একটি প্যাকের পরামর্শ দেওয়া হয়েছে।


যা যা লাগবে

কমলার কোয়া চার-পাঁচটি, বেসন দুই চা চামচ ও টক দই দুই চা চামচ।


যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি ব্লেন্ডারে দুই চা চামচ বেসন নিন। এবার এর মধ্যে কমলার কোয়াগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এখন এর মধ্যে টক দই দিয়ে আবারও ব্লেন্ড করুন। আপনি চাইলে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন। প্যাকটি মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।


ত্বকে কমলালেবুর উপকারিতা

১. কমলার রস ত্বককে দীর্ঘক্ষণ পানিশূন্যতা থেকে রক্ষা করে।


২. কমলার অ্যান্টিঅক্সিডেন্টস চেহারার বয়সের ছাপ ও বলিরেখা দূর করে।


৩. কমলার ভিটামিন ত্বকের মেছতা ও ব্রণের দাগ দূর করে।


৪. কমলার সাইট্রিক এসিড ত্বকের কালচে দাগ দূর করে ত্বক রাখে দাগমুক্ত।


৫. কমলার ভিটামিন সি ত্বকে প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে।


ত্বকে বেসনের উপকারিতা

১. বেসন ত্বকের রোদে পোড়া কালচে দাগ দূর করে।


২. ত্বকের অতিরিক্ত তেলতেলেভাব দূর করে।


৩. ব্রণ দূর করতে সাহায্য করে।


৪. ত্বক নরম ও মসৃণ করে।


৫. ত্বকের মরা কোষ দূর করে এই প্রাকৃতিক স্ক্রাব।


ত্বকে টক দইয়ের উপকারিতা

১. টক দই ত্বকের আর্দ্রতা ধরে রাখে।


২. ত্বকের কালচে দাগ দূর করে উজ্জ্বল করে।


৩. ত্বকের বলিরেখা দূর করে।


৪. টক দইয়ের ল্যাকটিক এসিড মরা কোষ দূর করে।


৫. ব্রণের দাগ ও মেছতা দূর করে।


৬. চোখের চারপাশের কালো দাগ দূর করে।