সাধারন জ্ঞানের আসর - ৮০তম পর্ব

সাধারণ জ্ঞান February 25, 2017 1,925
সাধারন জ্ঞানের আসর - ৮০তম পর্ব

★ বিশ্বের দীর্ঘতম নদী- নীলনদ (৬৮২৫ কি.মি.), আফ্রিকা।


★ বিশ্বের বৃহত্তম নদী- আমাজান, দ. আমেরিকা। (সবচেয়েবেশি পানি প্রবাহিত হয়)।


★ ক্ষুদ্রতম নদী- ডি রিভার (৪৪০ ফুট),যুক্তরাষ্ট্র।


★ আন্তর্জাতিক নদী বলা হয়- দানিয়ুব নদীকে (ইউরোপের ১০টি দেশকে অতিক্রম করেছে এটি)।


★ দ. এশিয়ার প্রধান ৩টি নদী- সিন্ধু (পাকিস্তান), গঙ্গা (ভারত) ও বহ্মপুত্র (বাংলাদেশ ও ভারত)।


★ বিশ্বের বৃহত্তম হ্রদের নাম- কাস্পিয়ান সাগর (রাশিয়া, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কেমেনিস্তান , ইরান)।


★ গভীরতম হ্রদ- বৈকাল (রাশিয়া)।


★ বিশ্বের বৃহত্তম দ্বীপ 'গ্রিনল্যান্ড' এর মালিক- ডেনমার্ক। বিশ্বের ২য় বহত্তম ও ৩য় বৃহত্তম দ্বীপ যথাক্রমে- নিউ গিনি (অস্ট্রেলিয়া)এবং বোর্ণিও (ইন্দোনেশিয়া, ব্রুনেই, মালয়েশিয়া)


★ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত-Angel Falls (৩২১২ ফুট),ভেনিজুয়েলা।


★ পানি পতনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত-Guaira , ব্রাজিল।


তথ্যসূত্রঃ ইন্টারনেট