কমলার ফেসপ্যাকে উজ্জ্বল ত্বক

রূপচর্চা/বিউটি-টিপস February 24, 2017 649
কমলার ফেসপ্যাকে উজ্জ্বল ত্বক

শুরু হচ্ছে গরমের দিন। এ সময় রোদ ও ধুলাবালির অত্যাচার যায় বেড়ে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ত্বক। গ্রীষ্মে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন কমলা, বেসন ও দইয়ের ফেসপ্যাক। কমলায় রয়েছে পানি যা ডিহাইড্রেশন থেকে রক্ষা করে ত্বককে। এছাড়া কমলায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বলিরেখা ও ব্রণ দূর করে এবং সাইট্রিক অ্যাসিড রোদে পোড়া ত্বকের যত্ন নেয়। বেসন ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এবং ত্বক করে উজ্জ্বল ও সুন্দর। দই প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বকের যত্ন নেয়।


• জেনে নিন কীভাবে কমলার ফেসপ্যাক তৈরি করবেন...


যা যা লাগবে

৪-৫ কোয়া কমলা

২ চা চামচ বেসন

২ চা চামচ দই


যেভাবে তৈরি ও ব্যবহার করবেন ফেসপ্যাক

কমলা, বেসন ও দই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। প্রয়োজনে কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন। মিশ্রণ একদম মিহি হলে ত্বকে ম্যাসাজ করুন। প্রতিদিন ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।