উজ্জ্বল ত্বকের জন্য...

রূপচর্চা/বিউটি-টিপস February 23, 2017 752
উজ্জ্বল ত্বকের জন্য...

নিয়মিত রোদের তাপ, ধুলাবালি ও দীর্ঘদিনের অযত্নে ত্বক হয়ে পড়ে অনুজ্জ্বল। বিবর্ণ ও রুক্ষ ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ঘরে তৈরি ফেসপ্যাক। এগুলো নিয়মিত ব্যবহারে ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে। পাশাপাশি ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।


• জেনে নিন ত্বকের যত্নে কোন কোন ফেসপ্যাক ব্যবহার করবেন...


পেঁপে

দিনভর ধুলাবালির অত্যাচারে ক্ষতিগ্রস্ত হয় ত্বক। দিনশেষে বাড়ি ফিরে কয়েক টুকরা পাকা পেঁপে ত্বকে ঘষে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের রোদে পোড়া ও বিবর্ণ ভাব।


ওটমিল

ওটমিল পাউডারের সঙ্গে দুধ মিশিয়ে ৫ মিনিট রেখে দিন। ওটমিল নরম হয়ে গেলে ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এটি উজ্জ্বলতা বাড়াবে ত্বকের।


টমেটো

টমেটোর শাঁসের সঙ্গে দই মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। ১০ থেকে ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ও টমেটোর ব্লিচিং উপাদান ত্বকে ফিরিয়ে আনবে জৌলুস।


বেসন

বেসনের সঙ্গে দুধ মিশিয়ে ত্বক ক্রাব করে নিন। মরা চামড়া ও ত্বকের কালচে ভাব দূর হবে।


লেবুর রস

লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এটি ত্বকের রোদে পোড়া দাগ দূর করবে।