টয়লেটের সঙ্গে থাকা শয়নকক্ষে নামাজ হবে কি?

ইসলামিক শিক্ষা February 23, 2017 1,986
টয়লেটের সঙ্গে থাকা শয়নকক্ষে নামাজ হবে কি?

প্রশ্ন : আমার প্রশ্ন হচ্ছে, বেডরুমের সঙ্গে যে বাথরুম সংযুক্ত থাকে, এই রুমে নামাজ হবে কি না? আর এই বাথরুমে অজু-গোসল করলে সেটা শুদ্ধ হবে কি না?


উত্তর : জি, অ্যাটাস্ট বাথরুমের সঙ্গে রুমে সালাত আদায় করা জায়েজ। এতে কোনো সমস্যা নেই। তেমনিভাবে বাথরুমের মধ্যে অজু, গোসল দুটিই জায়েজ রয়েছে।


কারণ এখন আমাদের জীবনযাপনের মধ্যে পরিবর্তন এসেছে। বাথরুম বলতে এখন আর ওই বাথরুম বোঝায় না। সব পরিবর্তন হয়ে গিয়েছে। এখন বাথরুম অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। এখনকার বাথরুমের অবস্থা আর আগের বাথরুমের অবস্থায় নেই।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন