কুকুরের সঙ্গে তুলনা

প্রেমিক-প্রেমিকা কৌতুক February 22, 2017 2,127
কুকুরের সঙ্গে তুলনা

প্রেমিকা : আমার কোলে এটা কে বলো তো?


প্রেমিক : কুকুর।


প্রেমিকা : কি! এটা কুকুর না। এর নাম এলিয়েথ। কি কিউট তাই না?


প্রেমিক : ও, হুম!


২ মিনিট পর-


প্রেমিকা : এই, আজ তো বললে না, আমাকে কেমন লাগছে?


প্রেমিক : ঠিক এলিয়েথের মত লাগছে।


প্রেমিকা : তুমি আমাকে এই কুকুরের সঙ্গে তুলনা করলা?


প্রেমিক : এটা কুকুর না। এর নাম এলিয়েথ। কি কিউট তাই না!