মুকেশ আম্বানি সম্পর্কে জেনে নিন ১০টি অজানা তথ্য

জানা অজানা February 22, 2017 1,281
মুকেশ আম্বানি সম্পর্কে জেনে নিন ১০টি অজানা তথ্য

১। মুম্বইয়ের ভুলেশ্বরে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম মুকেশের। একটি দু’কামরার বাড়িতে থাকতেন। সাধারণ গাড়িতে যাতায়াত করতেন তিনি। হাত খরচের টাকাও পেতেন না তিনি।


২। লেখাপড়ায় বিশেষ মন ছিল না। তার চেয়ে বেশি মন ছিল হকি খেলায়।


৩। মুকেশ অম্বানি কখনও মদ খাননি। সম্পূর্ণ নিরামিশাষী মুকেশের প্রিয় খাবার ভাত-ডাল-চাপাটি।


৪। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়া শুরু করেন, কিন্তু ১৯৮০ সালে পড়া শেষ করে বাবার ব্যবসায় যোগ দিতে হয়।


৫। এত বড় ব্যবসায়ী হওয়ার পরেও তিনি জনসমক্ষে কথা বলতে সঙ্কোচ বোধ করেন।


৬। বিশ্বের সব থেকে বড় তৈল শোধনাগারের মালিক মুকেশ। গুজরাতের জামনগরে ওই তৈল শোধনাগারে প্রতি দিন ৬ লাখ ৬৮ হাজার ব্যারেল তেল উৎপাদন হয়।


৭। ২০০৬ সালের ২৯ অক্টোবর ‘রিলায়েন্স ফ্রেশ’ নামে গৃহস্থালি সামগ্রীর চেইন ব্যবসা শুরু করেন। এই মুহূর্তে দেশে ‘রিলায়েন্স ফ্রেশ’-এর ৭০০-র বেশি স্টোর রয়েছে।


৮। খুব সিনেমা দেখতে ভালবাসেন। দিনে তিন খানা পর্যন্ত ছবি দেখার নজির রয়েছে।


৯। বিশ্বের সব থেকে দামি বাড়ির মালিক তিনি। দক্ষিণ মুম্বইয়ে ২৭ তলা বাড়ি ‘অ্যান্টিলা’ পর্যটকদেরও দ্রষ্টব্য।


১০। তিনি একটি ‘কার-বাস’ ব্যবহার করেন। যার দাম প্রায় ২৪ কোটি টাকা।


তথ্যসূত্রঃ এবেলা