নাসার প্রাক্তন ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে উডন্ত যান বানানোর চেষ্টা চালাচ্ছে যাত্রী পরিবহন সংস্থা উবার। এবার এ কাতারে নাম লেখাতে যাচ্ছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ।
প্রথমে তারা উড়ন্ত মোটরবাইক বানানোর চেষ্টা করছে বলে জানা গেছে। ইতিমধ্যে যৌথ ভাবে ফ্লাইয়িং মোটরসাইকেলের একটি রেপ্লিকা তৈরি করেছে বিএমডব্লিউ এবং লেগো নামে আর এক সংস্থা।
এ মোটরবাইকের নাম রাখা হয়েছে বিএমডব্লিউ আর-১২০০ জিএস অ্যাডভেঞ্চার বাইক।
এই মোটর সাইকেলের ডিজাইন ভাবনায় সাহায্য করেছে বিখ্যাত টয় কোম্পানি দ্য লেগো। প্রায় ৬০৩টি পার্টস দিয়ে তৈরি করা হয়েছে গোটা মোটর বাইক মডেলটি। এর পর ওই মডেলের হুবহু রূপদান করেন বিএমডব্লিউ-র ইঞ্জিনিয়াররা।
চলতি বছরে জানুয়ারিতেই প্রকাশ্যে এসেছিলো এই মডেল। রেপ্লিকা প্রকাশ হয়েছিল চলতি বছর জানুয়ারিতে
বিএমডব্লিউ মোটোরাডের সেলস এবং মার্কেটিংয়ের প্রধান হেনার ফস্ট জানান, লেগো গ্রুপকে অনুরোধ করা হয়েছিল ডিজাইনে নতুনত্ব দেওয়ার জন্য।
তার দাবি, ''বিএমডব্লিউ এবং লেগোর এই দুই সংস্থার মধ্যে দারুণ মিল রয়েছে, দুই সংস্থাই নতুন ভাবনা নিয়ে কাজ করে। তাই যৌথ প্রচেষ্টায় তৈরি করা সম্ভব হয়েছে এমন বাইক।''
বিএমডব্লিউ মোটোরাডের হাত ধরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে উড়ন্ত মোটরবাইক। তবে বাণিজ্যিকভাবে এটি কবে থেকে বিক্রি হবে তা নিশ্চিত নয়।