খুশকি, চুল বিবর্ণ হয়ে যাওয়া ও ভেঙে যাওয়ার সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন কলার হেয়ার প্যাক। কলা, মধু ও চালের আটা দিয়ে তৈরি এই হেয়ার প্যাক সপ্তাহে দুইবার ব্যবহার করলে চুল হবে উজ্জ্বল ও ঝলমলে।
• জেনে নিন বিস্তারিত....
যা যা লাগবে
কলার টুকরা- কয়েকটি
মধু- ২ থেকে ৩ চা চামচ
চালের আটা- ৫ থেকে ৮ চামচ
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
একটি পাকা কলা টুকরা করে ৪/৫টি টুকরার সঙ্গে মধু মিশিয়ে নিন। মিশ্রণে চালের আটা দিন। ভালো করে মেশান সব উপকরণ যেন দলা না থাকে। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে নিন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন চুল।