মেহমানদারি কি নফল নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

ইসলামিক শিক্ষা February 18, 2017 1,677
মেহমানদারি কি নফল নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

প্রশ্ন : নিয়মিত করা নফল ইবাদত, নাকি মেহমানদারি? কোনটি আগে গুরুত্বপূর্ণ?


উত্তর : ইসলামের এমন কোনো ইবাদত নেই যেটা ছেড়ে দেওয়া যাবে না। আপনার মেহমান এসেছে। আপনি মেহমানদারি করুন। মেহমানদারি করাও কিন্তু অপরিহার্য দায়িত্ব। আর নফল নামাজ আদায় করছেন, মেহমানদারি শেষ হয়ে গেলে তারপর আদায় করে নেবেন। অথবা মেহমানদারির আগে আদায় করে নেবেন। কোনো অসুবিধা নেই। দুটির মধ্যে সাংঘর্ষিক কোনো বিষয় নেই।


মেহমান তো এসেছে একটি নির্দিষ্ট সময়ের জন্য, তাদের সঙ্গে সৌজন্য আলাপ করে, কথা বলে, বসিয়ে, নফল নামাজ আদায় করে নিতে পারবেন। অথবা নফল নামাজ পরেও আদায় করতে পারবেন। এ ক্ষেত্রে গুরুত্ব পাবে মেহমানদারিটা।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন