ফেসবুকে সম্প্রতি একটি নতুন ফিচার চালু হয়েছে, যাতে মোবাইল অ্যাপ ও ডেস্কটপ সাইট থেকে সম্পূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জানা যায়। ‘ওয়েদার সেকশন’ নামের নতুন এই ফিচারটির মাধ্যমে এক সপ্তাহ আগেই আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে। এই পূর্বাভাস তৈরিতে ওয়েদার ডটকমের তথ্য ব্যবহার করেছে ফেসবুক। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে।
নতুন এই ফিচারটি মূলত আগের সংস্করণের ‘ওয়েদার গ্রিটিংস’-এর বর্ধিত সংস্করণ। নিউজফিড থেকে কিংবা মোবাইল অ্যাপ্লিকেশনের ‘মোর’ মেন্যু থেকে এটি পাওয়া যাবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ফিচারটি বিশ্বের ৯৫ শতাংশ ব্যবহারকারীর জন্য চলতি সপ্তাহে উন্মুক্ত করা হয়েছে।
বছর খানেক আগে নিউজ ফিডে ওয়েদার গ্রিটিংস ফিচারটি চালু করে ফেসবুক, যা নিউজ ফিডের ওপরে সংক্ষিপ্ত আকারে আবহাওয়ার তথ্য দেখাত। সর্বশেষ ফিচারটিতে একই ধরনের আবহাওয়ার তথ্যের পাশাপাশি একটি লিংক থেকে সম্পূর্ণ তথ্য জানা যাবে।
ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘আমরা এ ফিচারটি চালু করছি কারণ আমাদের লক্ষ্যই থাকে মানুষের জীবনঘনিষ্ঠ বিষয় চালু করা।’