বাংলা সিনেমা নামটি কানে এলেই কিছু সংলাপ মাথায় আসে। যে সংলাপগুলো একইভাবে বিভিন্ন সিনেমায় বিভিন্ন সময় আমরা অভিনেতা অভিনেত্রীদের মুখে আওড়াতে দেখেছি। যার ফলে মনের অজান্তেই সংলাপগুলো আমাদের প্রিয় হয়ে গেছে। প্রিয় পাঠক আসুন, বাংলা সিনেমার পুরোনো দিনের কিছু সংলাপ পড়ে নিই।
- তোর মতো রাস্তার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিব না।
-মা, মা আমি ফার্স্টক্লাস ফার্স্ট হয়েছি
-আজ যদি তোর বাবা বেঁচে থাকত।
-শয়তান, তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না।
- বাঁচাও। বাঁচাও। ছেড়ে দে শয়তান। তোর ঘরে কি মা-বোন নেই?
-২০ বছর আগে তুই আমার বাবাকে হত্যা করেছিস। শয়তান, তোকে আজ আমি ছাড়ব না।
- ডাক্তার সাহেব আমি সব দেখতে পাচ্ছি। আমি সব দেখতে পাচ্ছি। আমি আমি সব দেখতে পাচ্ছি।
- রাজু, ওঠ, ওঠ। তোর পিতৃ হত্যার প্রতিশোধ নে।
- আমি চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক রায়হান চৌধুরী
- সুন্দরী, এইখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না।
- রাজা ভাইয়া, বিশুর লোকজন প্রিয়া ম্যাডামকে ভ্যানে করে ধরে নিয়ে গেছে। (নায়ক) বিশুউউউউউ……
- শাহানা, তোমার মেয়ে খুব সুখে আছে। ওরা তোমার মেয়েকে রাজরানি করে রেখেছে। কত্ত আদর যত্ন করল আমাকে। বিশ্বাস কর, আমাকে তো আসতেই দিতে চায়নি।এই দেখ আনন্দে আমার চোখে জল চলে এসেছে।
-ওগো, কথা বলো।
-মমতা, তুমি ওদের দেখে রেখ।
-(ডাক্তার বলছেন) ধন্যবাদ আমাকে না, ওই ভদ্রলোককে দিন। সময় মতো উনি ব্লাড না দিলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না।
- আপনাকে কী বলে যে ধন্যবাদ দেব!
- আইন নিজের হাতে তুলে নেবেন না।
- (জমিদার বলছেন) এইটা গফুরের মাইয়া না? বড় হইয়া গেছে দেহি। গফুররে আইজকাই খবর দে।
তথ্যসূত্রঃ এনটিভি অনলাইন