সবচেয়ে চালাক প্রাণী

শিক্ষক-ছাত্র কৌতুক February 7, 2017 2,543
সবচেয়ে চালাক প্রাণী

শিক্ষক : বলতো এই পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি?


ছাত্র : গরু।


শিক্ষক : মারবো এক থাপ্পর। গরু কীভাবে চালাক প্রাণী হয়?


ছাত্র : কেন স্যার? আপনিই তো বলেছিলেন, ‘অতি চালাকের গলায় দড়ি’।