প্রশ্ন : হোমিওপ্যাথি চিকিৎসা কি জায়েজ?
উত্তর : জ্বি, হোমিওপ্যাথি চিকিৎসা জায়েজ রয়েছে। এখানে একটি বিষয় রয়েছে। সেটি হলো, হোমিওপ্যাথি ওষুধের মধ্যে অ্যালকোহল মাত্রা আছে ও সংরক্ষণের জন্য এ্যালকোহলের এই মাত্রা বিভিন্ন পর্যায়ে রয়েছে।
সংরক্ষণের জন্য যদি অ্যালকোহলের মাত্রা ওষুধের মধ্যে থাকে ও সে ওষুধ ব্যবহার করা বা সেবন করা নাজায়েজ নয়।
যেহেতু আপনি কোনো এ্যালকোহল খাচ্ছেন না, আপনি মাদকতার জন্য এটি ব্যবহার করছেন না। আপনি ব্যবহার করছেন চিকিৎসার জন্য। এখানে অ্যালকোহলের মাত্রা হয়তো কম-বেশি থাকতে পারে।
কিন্তু এটা মূলত অ্যালকোহল না বা মাদক না। অ্যালকোহল হিসেবে সে এটা খাচ্ছে না, খাচ্ছে ওষুধ হিসেবে। তাই ওষুধ হিসেবে এটি সেবন করা জায়েজ রয়েছে। এটি হারাম নয়।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন