➊ পৃথিবী মহাকাশের কি?
-একটি জ্যোতিষ্ক
➋ ধ্রুব তারা দেখা যায় কোন গোলার্ধে?
-উত্তর গোলার্ধে
➌ কোন গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না?
-শুক্র
➍ পৃথিবী থেকে শুক্রের দূরত্ব কত?
-৪.৩ কোটি কিমি.
➎ বিশ্বে প্রথম পারমানবিক বোমার পরীক্ষা চালায় কোন দেশ?
-যুক্তরাষ্ট্র
➏ বিখ্যাত টাইটানিক ছবির পরিচালক?
-জেমস ক্যামেরন
➐ ইসলামের সর্বপ্রথম শিক্ষা কেন্দ্র কোথায়?
-দারুল আরকাম,মক্কা
➑ ওবামার পৈতৃক নিবাস কোথায়?
-কেনিয়ার কুগিলো গ্রামে
➒ পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট কোনটি?
-আমাজন
➓ বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য কত ছিল?
-১৬১ কিমি
তথ্যসূত্রঃ ইন্টারনেট