বুখারি শরিফও কি খতম করা যায়?

ইসলামিক শিক্ষা February 5, 2017 1,043
বুখারি শরিফও কি খতম করা যায়?

প্রশ্ন : আমরা জানি যে কোরআন শরিফ খতম করা হয়। কিন্তু ইদানীং কিছু কিছু জায়গায় বুখারি শরিফ খতম করা হচ্ছে। এগুলোর প্রয়োজনীয়তা ও উপকারিতা কতটুকু, জানতে চাইছি?


উত্তর : না। বুখারি শরিফ আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব। কিন্তু বুখারি শরিফ খতম করলে সওয়াব হবে, এ উদ্দেশ্যে যদি কেউ পড়েন, তাহলে এটি সম্পূর্ণ বিদআত বলে পরিগণিত হবে।


বুখারি শরিফ খতম অনুষ্ঠান করা যাবে না। কিন্তু এটি আমরা অবশ্যই পড়ব এবং পড়লে সওয়াবও পাব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পড়তে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু খতম করে, অনুষ্ঠান করে এটা সওয়াব হিসেবে মনে করা ঠিক নয়।