হারাম খেলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়?

ইসলামিক শিক্ষা February 3, 2017 2,298
হারাম খেলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়?

প্রশ্ন : এক লোকমা হারাম খেলে ৪০ দিনের ইবাদত কবুল হয় না। এ হাদিসটি কি সহিহ?


উত্তর : না, এটি সহিহ হাদিস নয়, বানোয়াট একটি হাদিস। এটি একেবারেই জাল, মিথ্যা হাদিস। এক লোকমা হারাম খেলে ৪০ দিনের ইবাদত কবুল হবে না— একেবারেই মিথ্যা, বানোয়াট হাদিস। সহিহ তো প্রশ্নই আসে না। এই মর্মে রাসূল (সা.)-এর কোনো হাদিস সাব্যস্ত হয়নি।


সূত্রঃ এনটিভি অনলাইন