বছর বছর মোটা অঙ্কের লোকসান দিচ্ছে রেল। এ রকম পরিস্থিতিতে রেলকে লাভজনক করার উপায় কিছু উপায় দেখে নিন-
◼ রেলকে রেললাইনের বদলে পাকা রাস্তা দিয়ে চালানোর ব্যবস্থা করতে হবে। তাহলে রেললাইন বসানোর বিরাট খরচ বেঁচে যাবে।
◼ চারতলাবিশিষ্ট রেলের বগি বানাতে হবে। তাহলে বেশি যাত্রী বহন করা যাবে। বেশি যাত্রী মানে বেশি টাকা।
◼ ভাড়া বাড়াতে হবে। সর্বনিম্ন ভাড়া রাখতে হবে দুই হাজার টাকা। স্টুডেন্টদের জন্য কোনো হাফ পাস রাখা যাবে না।
◼ রেলে চড়া বাধ্যতামূলক করতে হবে। মাসে একবার রেলে না চড়লে তিন বছর সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা রাখতে হবে।
এসব আইডিয়া বাস্তবায়ন করতে পারলে রেলের লাভ কেউ ঠেকাতে পারবে না।
তথ্যসূত্রঃ ইন্টারনেট