সাধারন জ্ঞানের আসর - ৬২তম পর্ব

সাধারণ জ্ঞান February 1, 2017 1,773
সাধারন জ্ঞানের আসর - ৬২তম পর্ব

১. বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

উঃ জানুয়ারি


২. বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি?

উঃ তেঁতুলিয়া


৩. বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

উঃ ঈস্বরদী


৪. বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?

উঃ কীর্ত্তনখোলা


৫. বাংলাদেশে মোট স্থলবন্দর কয়টি?

উঃ ২২ টি


৬. বাংলা সিনেমার কোন অভিনেত্রী ‘ডক্টরেট’ ডিগ্রী লাভ করেছেন?

উঃ ববিতা


৭. কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?

উঃ রাষ্ট্রপতি


৮. বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?উঃ ৩৫ বছর


৯. কোনটি তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র নয়?

উঃ লালসালু


১০. বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি? উঃ৩৫০


তথ্যসূত্রঃ ইন্টারনেট