রাগ করে তিন তালাকের পর স্ত্রীর সঙ্গে সংসার কি জায়েজ?

ইসলামিক শিক্ষা February 1, 2017 2,911
রাগ করে তিন তালাকের পর স্ত্রীর সঙ্গে সংসার কি জায়েজ?

প্রশ্ন : যদি কেউ রাগবশত তাঁর স্ত্রীকে তিন তালাক দেন, কিন্তু পরে সংসার করতে চান, তাহলে এটা কি সম্ভব?


উত্তর : তিন তালাক তো একসঙ্গে কেউ দিতে পারবেন না। তিন তালাক একসঙ্গে দেওয়ার বিধান ইসলামে নেই। একবারে এক তালাক দিতে পারবেন। সুতরাং, এক তালাক যদি কেউ দিয়ে থাকেন, তাহলে তাঁর জন্য পরবর্তী সময়ে সংসার করা বৈধ ও জায়েজ। তিনি রাগ করে দেন বা যেভাবেই দেন না কেন, যদি কেউ তাঁর স্ত্রীকে এক তালাক দেন, স্ত্রীকে আবার ফেরত নিতে পারেন। তাঁর জন্য দ্বিতীয়বার সংসার করা জায়েজ রয়েছে।


একসঙ্গে তিন তালাক দেওয়ার বিধান ইসলামী শরিয়তের মধ্যে বৈধ নয়। কেউ যদি একবারে তিন তালাক বা পাঁচ তালাক দেন, তাহলে সেটা এক তালাক হিসেবেই গণ্য হবে।


একবারে একাধিক তালাক দেওয়ার বিষয়টি শুদ্ধ নয়। সেটা রাসূলুল্লাহ (সা.)-এর নির্দেশনা ও কোরআনের নির্দেশনার পরিপন্থী। সহিহ বুখারি হাদিসের মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য এসেছে।


রাসূলুল্লাহ (সা.)-এর সময় যাঁরা তিন তালাক দিয়েছেন, তাঁদের এটাকে রাসূল (সা.) এক তালাক হিসেবেই বিবেচনা করেছেন। তিন তালাক একসঙ্গে দেওয়ার অধিকার ইসলাম কাউকে দেয়নি। সুতরাং এ কাজটি শুদ্ধ নয়।