পৃথিবীর জন্মলগ্ন থেকে বাঁশ আমাদের অতি পছন্দের একটা জিনিস। আগে বাঁশ দিয়ে আমরা বিভিন্ন আসবাবপত্র আর দরকারি জিনিস বানাতাম। আর এখন বাঁশ দিয়ে নির্মাণ করতে শিখছি বহুতল ভবন, সেতু, সড়ক কিংবা বিদ্যুতের খুঁটি। ভবিষ্যতে আরো কী কী ক্ষেত্রে বাঁশের প্রয়োগ করা যায় চলুন দেখে আসি।
বাসা-বাড়ি কিংবা অফিসে সিঁড়ি অথবা ছাদে রড-সিমেন্টের বদলে বাঁশের তৈরি দৃষ্টিনন্দন রেলিং বানানো যায়।
বাঁশের গিটগুলো ফুটো করে এটাকে গ্যাস-পানি সরবরাহের লাইনের লোহার পাইপের বিকল্প হিসেবে ব্যবহার করলেও মন্দ হবে না।
বিল্ডিংয়ের নিরাপত্তা রক্ষার্থে কাচি গেইট লোহা বা রড দিয়ে না বানিয়ে শক্ত ও মজবুত দেখে বাঁশ দিয়ে বানানো যায়।
লোকাল বাসের পাতলা স্টিলের হাতলের বদলে বাঁশ ব্যবহার করলে বাঁদুর ঝুলা ঝোলার জন্য ভালোই সাপোর্ট পাওয়া যাবে।
মোবাইল এবং টেলিফোনের টাওয়ারে লক্ষ লক্ষ টন ওজনের লোহা ব্যবহার না করে হালকা ওজনের বাঁশ ইউজ করাটাই হবে বুদ্ধিমানের কাজ!
ভিডিও করার সময় ক্যামেরা যেন নড়াচড়া না করতে পারে এজন্য দামি স্ট্যান্ড/ট্রাইপডের বদলে শক্ত বাঁশের খুঁটি ব্যবহার করা উচিত।
রেললাইনে লোহার পাতের বদলে মজবুত দেখে বাঁশ ইউজ করলে ক্ষতি কি?
গাড়ির সামনে-পেছনে এসএস পাইপের তৈরি বাম্পারের বদলে বাঁশের তৈরি পরিবেশ বান্ধব বাম্পার ব্যবহার করলে কিন্তু খারাপ হবে না!