মসজিদের দেয়ালে আল্লাহু লেখা কি ঠিক?

ইসলামিক শিক্ষা January 26, 2017 1,295
মসজিদের দেয়ালে আল্লাহু লেখা কি ঠিক?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।


জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।


আপনার জিজ্ঞাসার ১৯২৬তম পর্বে মসজিদের দেয়ালে আল্লাহু লেখা ঠিক কি না, সে সম্পর্কে বরিশালের মুলাদী থেকে চিঠিতে জানতে চেয়েছেন বেলায়েত হোসেন ফারুকী। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।


প্রশ্ন : মসজিদের দেয়ালে, নামাজের জন্য ব্যবহৃত সুতরার গায়ে ও মৃতদেহ বহনকারী খাটের উপর ‘আল্লাহু’ লেখা থাকে। এর তাৎপর্য কী?


উত্তর : এটি একেবারেই তাৎপর্যহীন। এর কোনো গুরুত্ব এখানে নেই। এই সমস্ত বস্তুর মধ্যে আল্লাহু লেখা। এটা একেবারেই অপ্রয়োজনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের নাম ‘ইসমুল জালালা’-এর মর্যাদা অনেক বেশি।


সুতরাং এটাকে কাঠের মধ্যে, চেয়ারের মধ্যে তারপর সুতরার মধ্যে, দেয়ালের মধ্যে, খাটিয়ার মধ্যে লেখা আল্লাহ রাব্বুল আলামিনের সত্ত্বার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আল্লাহ সুবানাহুতায়ালার সত্ত্বার বিষয়টি আরোও অনেক বিশাল, অনেক বড়। তাই এ ক্ষেত্রে এই কাজটি শুদ্ধ নয়। এই কাজটি ভুল।