(১) একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘন্টায় ২৩,০৪০ বার শ্বাস প্রশ্বাস নেয়।
(২) একজন পূর্ন বয়স্ক মানুষের হৃদপিন্ড দিনে ৬০০০ থেকে ৭,৫০০ লিটার রক্ত পাম্প করে।
(৩) মানুষ প্রতিরাতে গড়ে ১-১.৫ মিনিট স্বপ্ন দেখে
(৪) একজন সুস্হ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড দিনে ১,৩০,৬৮০ বার স্পন্দিত হয়।
(৫) মানুষের মাথার মগজের ৭০ লক্ষ কোষ কোন না কোন কাজ করে।
(৬) দিনে মাথার চুল গড়ে ০.০১৭১৪ ইঞ্চি বাড়ে।
(৭) সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা ১ সে.মি. হ্রাস পায়।
(৮) মানব শরীরে ৭০% পানি ও ১৮% কার্বন রয়েছে।
(৯) একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।
(১০) মানুষের মস্তিষ্ক প্রায় ১০,০০০ গন্ধ বুঝতে পারে।
তথ্যসূত্রঃ ইন্টারনেট