➊ কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?
-মিশর
➋ পৃথিবীর প্রথম গণনাযন্ত্র?
-অ্যাবাকাস
➌ Y2K এর K এর অর্থ হচ্ছে?
-হাজার
➍ জল ভাগের পরিমাণ বেশি কোন গোলার্ধে?
-দক্ষিণ
➎ গ্রিনিচ শহর কোথায় অবস্থিত?
-যুক্তরাজ্য
➏ অধিবর্ষ উদ্ভাবন করেন কে?
-ওমর খৈয়াম
➐ ঘামের সাথে দেহ থেকে বের হয়ে যায়___?
-পানি ও লবন
➑ যে ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব দেখা দেয়?
-ভিটামিন-ই
➒ আঙ্গুর ফলে যে এসিড বিদ্যমান?
-টারটারিক
➓ মানব শরীরের কোন অংশে পানির পরিমাণ বেশি?
-রক্তে
তথ্যসূত্রঃ ইন্টারনেট