হারানো হিয়ার নিকুঞ্জ পথে - কাজী নজরুল ইসলাম

রূপক কবিতা January 26, 2017 4,242
হারানো হিয়ার নিকুঞ্জ পথে - কাজী নজরুল ইসলাম

হারানো হিয়ার নিকুঞ্জ পথে

কুড়াই ঝরা ফুল একেলা আমি

তুমি কেন হায় আসিলে হেথায়

সুখের স্বরগ হইতে নামি।


চারিপাশে মোর উড়িছে কেবল

শুকনো পাতা মলিন ফুলদল

বৃথাই কেন হায় তব আঁখিজল

ছিটাও অবিরল দিবসযামী।


এলে অবেলায় পথিক বেভুল

বিঁধিছে কাঁটা নাহি যবে ফুল

কি দিয়া বরণ করি ও চরণ

নিভিছে জীবন, জীবনস্বামী।।