শীতে ঠোঁট ফেটে যাওয়া একটি সাধারণ সমস্যা। এ সময় তাই ঠোঁটের জন্য চাই খানিকটা বাড়তি যত্ন।
• জেনে নিন শীতে ঠোঁটের সুরক্ষায় কী করবেন. . .
- সকালে ও রাতে দাঁত ব্রাশ করার পর হালকা করে ঠোঁটে ঘষে নিন ব্রাশ। ঠোঁটের মরা চামড়া দূর হবে।
- নিয়মিত ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগাতে ভুলবেন না।
- কখনও ঠোঁটের মরা চামড়া টেনে তুলতে যাবেন না।
- মরা চামড়া দূর করে ঠোঁট নরম ও কোমল রাখার জন্য ঘরে তৈরি স্ক্রাব ব্যবহার করতে পারেন সপ্তাহে দুইদিন। চিনির সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে তৈরি করুন স্ক্রাব।
- ব্যবহৃত টি ব্যাগ থেকে এক্সট্রা পানি নিংড়ে নিন। তারপর টি ব্যাগটি ঠোঁটে চেপে রাখুন ৩ মিনিট। ঠোঁট ফাটা দূর হবে। যেকোনও ধরনের টি ব্যাগই ব্যবহার করতে পারেন। তবে গ্রিন ব্যাগে ফল পাবেন দ্রুত।
- বাইরে বের হওয়ার সময় সবসময় ব্যাগে লিপবাম রাখবেন। ঠোঁট শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে ব্যবহার করুন এটি।