পবিত্র কাবার ‘মেরি স্টোন’ সম্পর্কে অজানা পাঁচ তথ্য

জানা অজানা January 21, 2017 1,546
পবিত্র কাবার ‘মেরি স্টোন’ সম্পর্কে অজানা পাঁচ তথ্য

পবিত্র কাবার ‘মেরি স্টোন’ নামে পরিচিত পাথরটি আটটি অংশে বিভক্ত। কাবা শরিফের ডান দরজা দিয়ে প্রবেশ করলেই পাথরটি চোখে পড়ে। পাথরটির প্রাচীন ইতিহাস রয়েছে।


পৃথিবীর অন্যতম দুর্লভ মার্বেল পাথরের মধ্যে অন্যতম এই মেরি স্টোন। হলদে বাদামী রঙের এ পাথরের বয়স আনুমানিক ৮০৭ বছর।


পবিত্র কাবা শরিফের গবেষক মোহি এদ্দিনি আল হাশেমি জানিয়েছেন, ৬৩১ সালে কাবা শরিফ তাওয়াফকালে এই পাথরগুলো উপহার হিসেবে দিয়েছিলেন খলিফা আবু জাফর আল মানসুর।


এ পাথর খণ্ডগুলো ধারণ করেছে অত্যন্ত আকর্ষণীয় একটি শিলালিপি। এটি ৩৩ মিটার লম্বা এবং ২১ মিটার চওড়া।


তাওয়াফ চত্বর থেকে একটু নিচু স্থানে ওই আটটি মার্বেল পাথর রাখা হয়েছে। এর ঠিক বিপরীত দিকটি হলো সেই পবিত্র স্থান যে স্থানে হজরত জিব্রিল আলাইহিস সালাম হজরত মুহাম্মদকে (সা.) কীভাবে সালাত আদায় করতে হবে তা শিখিয়েছিলেন।


এ পাথরগুলো ১২১৩ হিজরিতে চুরি হয়ে গিয়েছিল। পরে তা একজন মৃত ব্যক্তির সম্পত্তি থেকে উদ্ধার করা হয়। পরে ১৩৭৭ হিজরিতে এগুলো আবার স্বস্থানে স্থাপন করা হয়।