মেয়েরা কি নামাজে ইকামত দিতে পারবে?

ইসলামিক শিক্ষা January 21, 2017 2,470
মেয়েরা কি নামাজে ইকামত দিতে পারবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।


আপনার জিজ্ঞাসার ১৯২৩তম পর্বে মেয়েরা নামাজে ইকামত দিতে পারবে কি না, সে সম্পর্কে ইমেইলে জানতে চেয়েছেন সায়মা ইসমাত। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।


প্রশ্ন : মেয়েরা কি নামাজে ইকামত দেবে?


উত্তর : হ্যাঁ, মেয়েদের নামাজে ইকামত দেওয়া সুন্নত। তাই, ইকামত দিয়ে নামাজ শুরু করতে পারবেন।