সাধারন জ্ঞানের আসর - ৫৫তম পর্ব

সাধারণ জ্ঞান January 21, 2017 1,505
সাধারন জ্ঞানের আসর - ৫৫তম পর্ব

১.সবচেয়ে বড় বিভাগ

-চট্টগ্রাম।


২.সবচেয়ে ছোট বিভাগ

-ময়মনসিংহ।


৩. আয়তনে বড় জেলা

-রাঙামাটি।


৪. আয়তনে ছোট জেলা

- নারায়নগঞ্জ।


৫.জনসংখ্যায় বড় জেলা

-ঢাকা।


৬.জনসংখ্যায় ছোট জেলা

-বান্দরবন।


৭.আয়তনে বড় থানা

-শ্যামনগর (সাতক্ষীরা)


৮.আয়তনে ছোট থানা

- কোতোয়ালী (ঢাকা)।


৯.জনসংখ্যায় বড় থানা

-বেগমগঞ্জ (নোয়াখালী)।


১০.জনসংখ্যায় ছোট থানা

- রাজস্থলী (রাঙামাটি)।


১১.বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিমের থানা

-শ্যামনগর (সাতক্ষীরা)।


১২.বাংলাদেশের সর্ব উত্তর-পূর্বের থানা:

- জকিগঞ্জ,সিলেট।


১৩.সবচেয়ে বড় গ্রাম

-বানিয়াচং,হবিগঞ্জ।


১৪.সর্ব পূর্বের জেলা

-বান্দরবন।


১৫.সর্ব পশ্চিমের জেলা

-চাঁপাইনবাবগঞ্জ।


১৬.সর্ব উত্তরের জেলা

-পঞ্চগড়।


১৭.সর্ব দক্ষিণের জেলা

-কক্সবাজার।


১৮.সর্ব পূর্বের থানা

-থানচি।


১৯.সর্ব পশ্চিমের থানা

-শিবগঞ্জ।


২০.সর্ব উত্তরের থানা

-তেঁতুলিয়া।


২১.সর্ব দক্ষিণের থানা

-টেকনাফ।


২২.সর্ব পূর্বের স্থান

-আখাইন ঠং।


২৩.সর্ব পশ্চিমের স্থান

-মনাকশা।


২৪.সর্ব উত্তরের স্থান

-বাংলাবান্ধা।


২৫.সর্ব দক্ষিণের স্থান

-সেন্টমার্টিন।


তথ্যসূত্রঃ ইন্টারনেট