ত্বকের যত্নে গ্লিসারিন

রূপচর্চা/বিউটি-টিপস January 19, 2017 1,365
ত্বকের যত্নে গ্লিসারিন

এক ধরনের গন্ধহীন সুগার অ্যালকোহল গ্লিসারিন। ত্বকের যত্নে এটি অতুলনীয়। সব ধরনের ত্বকেই মানিয়ে যায় এটি। পা ফাটা ও বলিরেখা দূর করার পাশাপাশি ত্বকে ঔজ্জ্বল্য নিয়ে আসে গ্লিসারিন। ব্যবহার করতে পারবেন ক্লিনজার ও টোনার হিসেবেও।


• জেনে নিন রূপচর্চায় গ্লিসারিনের ব্যবহার...


ক্লিনজার হিসেবে

গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন ক্লিনজার হিসেবে। এটি প্রাকৃতিকভাবে পরিষ্কার করবে ত্বক।


ময়েশ্চারাইজার হিসেবে

চমৎকার ময়েশ্চারাইজারের কাজ করে গ্লিসারিন। রাতে ঘুমানোর আগে ত্বকে সরাসরি গ্লিসারিন ম্যাসাজ করুন। পরদিন দেখুন কেমন পেলব হয়ে গেছে ত্বক!


টোনার হিসেবে

একটি স্প্রে বোতলে সমপরিমাণ গ্লিরাসিন ও গোলাপজল মেশান। দিনের শুরুতেই স্প্রে করে নিন ত্বকে। চমৎকার এই টোনার দূর করবে ত্বকের ক্লান্তি।


গোড়ালি ফাটা দূর করতে

শীতে গোড়ালি ফেটে যায় দ্রুত। গোড়ালি ভালো করে পরিষ্কার করে গ্লিসারিন লাগিয়ে ঘুমান প্রতিদিন রাতে। দূর হবে পা ফাটা।


বেজ মেকআপ হিসেবে

বেজ মেকআপ হিসেবে গ্লিসারিন ব্যবহারের জুড়ি নেই। এটি ত্বক হাইড্রেট করতে সাহায্য করে।


নখের যত্নে

নখ শুষ্ক হয়ে ভেঙে যাচ্ছে? নখে গ্লিসারিন ব্যবহার করুন। দূর হবে সমস্যা।


বলিরেখা দূর করতে

ভিটামিন ই ক্যাপসুল থেকে ভিটামিন ই অয়েল সংগ্রহ করে গ্লিসারিনের সঙ্গে মেশান। নিয়মিত এটি ম্যাসাজ করুন ত্বকে। বলিরেখা দূর হয়ে টানটান হবে ত্বক।


তৈলাক্ত ত্বকের যত্নে

মুলতানি মাটির সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করবে।