সাধারন জ্ঞানের আসর - ৫২তম পর্ব

সাধারণ জ্ঞান January 18, 2017 1,281
সাধারন জ্ঞানের আসর - ৫২তম পর্ব

১. প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে?

উত্তর : বিচারপতি এম. ইদ্রিস।


২. প্রশ্ন : সংবিধানের কোন অনুচ্ছেদ বলে সরকারি কর্ম কমিশন গঠিত হয়?

উত্তর : ১৩৭ অনুচ্ছেদ।


৩. প্রশ্ন : আয়তনে বাংলাদেশের বড় থানা কোনটি?

উত্তর : শ্যামনগর, সাতক্ষীরা।


৪. প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে কোন সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?

উত্তর : ১০ নং সেক্টর।


৫. প্রশ্ন : বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উত্তর : ঈশ্বরদী।


৬. প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?

উত্তর : বেনাপোল।


৭. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলার নাম কি?

উত্তর : পঞ্চগড়।


৮. প্রশ্ন : সুপ্রিম কোর্টে মামলা নিবন্ধনে ই-রেজিস্ট্রারিং চালু করা হয় কবে?

উত্তর : ১ জানুয়ারি ২০১১।


৯. প্রশ্ন : চন্দ্র বংশের রাজারা বাংলায় প্রায় কত বছর শাসন করেন?

উত্তর : ১৫০ বছর।


১০. প্রশ্ন : সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কার্যাবলি বর্ণিত রয়েছে?

উত্তর : ১১৯ নং অনুচ্ছেদে।


১১. প্রশ্ন : আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি?

উত্তর : চট্টগ্রাম।


১২. প্রশ্ন : বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচয়িতা কে?

উত্তর : সেলিনা রহমান।


১৩. প্রশ্ন : বায়তুল মোকাররমকে জাতীয় মসজিদ হিসেবে ঘোষণা করা হয় কত সালে?

উত্তর : ১৯৮২ সালে।


১৪. প্রশ্ন : ২৬ মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালে?

উত্তর : ১৯৮০ সালে।


১৫. প্রশ্ন : বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?

উত্তর : কামরুল হাসান।


১৬. প্রশ্ন : বাংলাদেশের রণসংগীত কে রচনা করেন?

উত্তর : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।


১৭. প্রশ্ন : ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমানা থেকে কত দূরে অবস্থিত?

উত্তর : ১৬.৫ কিলোমিটার।


১৮. প্রশ্ন : গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন?

উত্তর : মুহম্মদ উল্লাহ।


১৯. প্রশ্ন : সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?

উত্তর : নারিকেল জিঞ্জিরা।


২০. প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?

উত্তর : হাকালুকি।