প্রেম নিবেদনের কিছু স্টাইল

মজার সবকিছু January 17, 2017 3,107
প্রেম নিবেদনের কিছু স্টাইল

ব্ল্যাকমেইল স্টাইল


আমি তোমাকে ভালোবাসি। তুমি হ্যাঁ বললে তো ভালো। কিন্তু না বললে তখন অন্য মেয়ে খুঁজতে হবে। আর সেটা তোমার বোনও হতে পারে


ডাইরেক্ট স্টাইল


শোনো মেয়ে, আমি কোনো রকম ভূমিকাটুমিকা না করে একেবারে সোজাসুজিভাবে তোমাকে একটা কথা বলে দিতে চাই। আমি তোমাকে ভালোবাসি।


মাস্তানি স্টাইল


(চাকু বা বন্দুক দেখিয়ে)


ওই মাইয়া, ভালোবাসা দিবি কি না বল!


যুক্তিবাদী স্টাইল


আমি তোমার ছোট ভাইকে ভালোবাসি। তোমার ছোট ভাই তোমাকে ভালোবাসে। অতএব, যুক্তিবিদ্যার নিয়মে কী হয়? বাকিটা তুমিই বলো।


চালাক স্টাইল


আমাদের জাতীয় সংগীতের দ্বিতীয় লাইনটা কি তুমি জানো?


রসিক স্টাইল


Excuse me! আমি তোমাকে প্রপোজ করতে চাই। please! অনুমতি দাও।


ডিজুস স্টাইল


Hi, sweet heart, how r u? Guess what? Yah! Baby! Right. Yo! Yo! I Love You!


অনুভূতিহীন স্টাইল


তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন তুমি আমাকে পছন্দ না করলেও আমি পাঁচতলা থেকে লাফ দেব না, বিষ খেয়েও মরব না। যদি আমাকে তোমার পছন্দ হয়, তাহলে বলো।


গায়ক স্টাইল


(গানের গলা ভালো হলে গান গেয়ে বলতে পারেন)


‘এত ভেবে কী হবে? ভেবে কী করেছে কে কবে? ভাবছি না আর, যা হবে হবার। এত দিন বলিনি, তুমি জানো তো আমি এমনি...ভালোবাসি!’


দেবদাস স্টাইল


কেউ আমাকে ভালোবাসে না। এ জীবন আমি রাখব না। তোমার কাছে বিষ হবে? আমায় বিষ দাও। একটুখানি বিষ দাও।