শিক্ষক : আচ্ছা সুমন বল তো একটা মোরগের ডিম টিনের চালে রাখা হল, তখন কী হবে?
সুমন : যে দিকে ঢালু ডিমটা সেদিকে গড়িয়ে পড়বে মাটিতে।
শিক্ষক : গুড।
এ সময় আরিফ হাত তুলল...
শিক্ষক : তুমি কী বলতে চাও?
আরিফ : স্যার, ডিমটা পড়বে না, শূন্যে ভেসে থাকবে।
শিক্ষক : মানে?
আরিফ : এটা মোরগের ম্যাজিক ডিম তো, তাই।