ওই দেখা যায় তালগাছ

ক্লাস-রুম কৌতুক January 14, 2017 3,564
ওই দেখা যায় তালগাছ

শিক্ষক :‘ওই দেখা যায় তালগাছ’ ছড়াটা কে কে শিখেছ?


বল্টু :স্যার আমি শিখেছি।


শিক্ষক :বল।


বল্টু :ওই দেখা যায় তালগাছ/ওই আমাদের বাড়ি

ওইখানেতে বাস করে/একশত সুন্দরী।

ও সুন্দরী তুই চাস কি/ভালোবাসা পাস কি?

একটা যদি পাস/ ওমনি ধরে

রেস্টুরেন্টে নিয়ে যাস?