সাধারন জ্ঞানের আসর - ৪৬তম পর্ব

সাধারণ জ্ঞান January 11, 2017 1,620
সাধারন জ্ঞানের আসর - ৪৬তম পর্ব

❑বিভিন্ন দেশের মুদ্রার নাম➺

-

● বাংলাদেশ - টাকা।

● পাকিস্তান - রুপী।

● ভারত - রুপী।

● শ্রীলংকা - রুপী।

● নেপাল - রুপী।

● রাশিয়া - রুবল।

● চীন - ইউয়ান।

● জাপান - ইয়েন।

● সিঙ্গাপুর - ডলার।

● মালয়েশিয়া - রিংগিট।

● মার্কিন যুক্তরাষ্ট্র - ডলার।

● অষ্ট্রেলিয়া - অষ্ট্রেলিয়ান ডলার।

● নিউজিল্যান্ড - ডলার।

● হংকং - ডলার।

● জিম্বাবুয়ে - ডলার।

● কানাডা - কানাডিয়ান ডলার।

● যুক্তরাজ্য - পাউন্ড।

● মিশর - পাউন্ড।

● লেবানন - পাউন্ড।

● ইতালি - ইউরো।

● স্পেন - ইউরো।

● ফ্রান্স - ইউরো।

● গ্রীস - ইউরো।

● বেলজিয়াম - ইউরো।

● ভ্যাটিক্যান - ইউরো।

● পর্তুগাল - ইউরো।

● নেদারল্যান্ড - ইউরো।

● জার্মানি - ইউরো।

● সৌদি আরব - রিয়াল।

● ইরান - রিয়াল।

● ওমান - রিয়াল।

● ব্রাজিল - ব্রাজিলিয়ান রিয়াল।

● কাতার - রিয়াল।

● ইরাক - দিনার।

● কুয়েত - দিনার।

● জর্ডান - দিনার।

● লিবিয়া - দিনার।

● আর্জেন্টিনা - পেসো।

● চিলি - পেসো।

● কিউবা - পেসো।

● উত্তর কোরিয়া - ওয়ান।

● দক্ষিন কোরিয়া - ওয়ান।

● কেনিয়া - শিলিং।

● সুইজারল্যান্ড - ফ্রাংক।

● দক্ষিন আফ্রিকা - র্যা ন্ড।

● ভুটান - গুলট্রাম।

● মায়ানমার - কিয়াট।

● আফগানিস্তান - আফগানী।

● ইসরাইল - শেকেল।

● মরিসাস - রুপী।


তথ্যসূত্রঃ ইন্টারনেট