ত্বকের কালো দাগ দূর করবে আলু ও লেবুর রস

রূপচর্চা/বিউটি-টিপস January 8, 2017 1,001
ত্বকের কালো দাগ দূর করবে আলু ও লেবুর রস

দুই বাহুর নিচে, অর্থাৎ বগলের কালো দাগ নিয়ে অস্বস্তিতে থাকেন অনেকেই। তবে কিছু ঘরোয়া উপাদান ব্যবহারে এই কালো দাগ খুব সহজেই কমিয়ে আনা সম্ভব।


এর জন্য আপনি ব্যবহার করতে পারেন আলু ও লেবুর রস অথবা দই ও দুধের মাস্ক। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে এই ঘরোয়া পদ্ধতির কথা।


আলু ও লেবুর রস


আলুর মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। এটি ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে। লেবুর রসের মধ্যে থাকা সাইট্রিক এসিড ও অ্যান্টিসেপটিক উপাদান সংক্রমণ তৈরিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।


আলুর খোসা ছাড়িয়ে ছোট করে কাটুন। এর পর ব্ল্যান্ড করে এর রস তৈরি করুন। পাঁচ ফোঁটা লেবুর রস এর মধ্যে মেশান। তুলার বলের মধ্যে এই রস নিয়ে বগলে মেখে ৫ থেকে ১০ মিনিট রেখে দিন। এরপর ভেজা তোয়ালে দিয়ে বগল পরিষ্কার করুন। বগলের কালো দাগ দূর করতে প্রতিদিন এটি ব্যবহার করুন।


দুধ ও দইয়ের মাস্ক


এই মাস্কের মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বককে উজ্জ্বল করে। এই মাস্ক তৈরিতে এক চা চামচ বেসন, সমপরিমাণ দুধ ও দই ভালোভাবে মেশান।


এই মিশ্রণ পাতলাভাবে বগলে লাগান। ১৫ থেকে ২০ মিনিট এভাবে রাখুন। এর পর ঘষে ঘষে তুলে ফেলুন। নিয়মিত ব্যবহারে বগলের কালো দাগ দূর হবে।