১। নতুন উপজেলা গঠনের জন্য ন্যূনতম আয়তন হতে হবে
= ৩০০বর্গ কি.মি।
২। বাংলাদেশকে উপহার দেয়া যুক্তরাষ্ট্রের প্রথম জাহাজ
=বিএনএস সমুদ্র জয়।
৩। বাংলাদেশ থেকে প্রথম কাঁকড়া রপ্তানি শুরু হয়
= ১৯৭৭সালে।
৪। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরিয়ান
= তামিম ইকবাল,৭টি।
৫। ২০১৫ সালে মাতৃসূচকে বাংলাদেশের অবস্থান
=১৩০তম।
৬। ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি প্রচলন হয়
=১৯০১সালে।
৭। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়
=১৯৫২সালে।
৮। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে
= ৬৩টি দেশে।
৯। নীলনদের উপর 'মহা রেনেসাঁ' বাধ নির্মাণ করছে
=ইথিওপিয়া।
১০। একটি নল খালি চৌবাচ্চাকে ১৮মিনিটে পূর্ণ করে ও অপর একটি নল ১২মিনিটে খালি করে। অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে?
=১৮মিনিটে।
১১। একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রতন ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে?
=৮০%।
১২। জামাই বারিক নাটকটির রচয়িতা
=দীনবন্ধু মিত্র।
১৩। অষ্টাদশী কাব্যগ্রন্থের লেখক
=হুমায়ন কবি
[তথ্য সমূহ ইন্টারনেট হতে সংগ্রহিত]