প্রশ্ন : ওয়েস্টার (ঝিনুক) সস খাওয়া হালাল হবে কি? এটি তৈরি করা হয় ঝিনুক থেকে।
উত্তর : ঝিনুক থেকে এটি তৈরি করা হয়। কিন্তু অন্য কী উপাদান এর মধ্যে রয়েছে, সেটি আপনি উল্লেখ করেননি।
আমাদের জানামতে, সস তৈরিতে হারাম কোনো জিনিস থাকার কথা নয়। উনি প্রধান উপকরণের কথা বলেছেন ঝিনুক। ঝিনুক কোনো হারাম বিষয় নয়।
আসলে ব্যাপার হচ্ছে, সম্পূর্ণ তথ্য জানা না থাকলে একটা বিষয়ের ওপর আমরা হুকুম দিতে পারব না। তবে ঝিনুক খাওয়া ইসলামী শরিয়তে হারাম নয়। যদি শুধু ঝিনুক থেকে তৈরি হয়ে থাকে, তাহলে সেটা আপনি খেতে পারবেন, নাজায়েজ নয়। হারাম কিছু না থাকলে শুধু ঝিনুক হওয়ার কারণে ওয়েস্টার সস খাওয়া হারাম হবে না।