সাধারন জ্ঞানের আসর - ৪১তম পর্ব

সাধারণ জ্ঞান January 1, 2017 2,732
সাধারন জ্ঞানের আসর - ৪১তম পর্ব

★ প্রথম বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশ গ্রহণ করেছিলো?

উত্তরঃ ১৩ টি দেশ।


★ বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক কে করেন?

উত্তরঃ আর্জেন্টিনার গিলসো স্টাবিল।


★ নগর রাষ্ট্র বলা হয় কোন দেশকে ?

উত্তরঃ সিঙ্গাপুর।


★ বিশ্বের প্রথম মহিলা পাইলট কে?

উত্তরঃ এ্যালেন শোফার্ড (যুক্তরাষ্ট্র)।


★ জাতিসংঘের সঙ্গীতের রচয়িতা কে?

উত্তরঃ পাবলো ক্যাসালস (স্পেন)।


★ প্রথম কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ ফ্রোয়েবল।


★ কোন শহরকে মোটর গাড়ীর শহর বলা হয়?

উত্তরঃ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে।


★ আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি ?

উত্তরঃ রাঙ্গামাটি জেলা (৬.১১৬ বর্গ কি:মি:)।


★ ভারতের মুসলিম জাগরনের প্রথম অগ্রদূত কে?

উত্তরঃ স্যার সৈয়দ আহমাদ খান।


★ বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?

উত্তরঃ ফখরুদ্দিন মুবারক শাহ্।


★ আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?

উত্তরঃ নেদারল্যান্ডের হেগ শহরে।


★ গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?

উত্তরঃ গ্রীসে।


★ আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?

উত্তর : বিসমার্ক।


★ নেলসন ম্যান্ডেলা রাজনীতি থেকে অবসর নেন কত সালে?

উত্তর : ১৯৯৯ সালে।


★ মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা কে?

উত্তর : মাদার তেরেসা।


★ গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যানের নাম কি?

উত্তর : মাও সেতুং।


★ পাকিস্তানের জাতির জনক কাকে বলা হয়?

উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহকে।


তথ্যসূত্রঃ ইন্টারনেট