ভুল নম্বরে ফোন

প্রেমিক-প্রেমিকা কৌতুক January 1, 2017 4,671
ভুল নম্বরে ফোন

মেয়ে : কেমন আছো জানু? তুমি আমার কথাই ভাবছো তাই না? ভাবলাম তোমার সাথে একটু কথা বলি।


ছেলে : আহা! কতো পিরিতি? আর সকালে যে ঝগড়া করে গেলে সেইটা কী? এতো যখন ভালবাসো তাহলে ঝগড়া কেন করো?


মেয়ে : সরি, ভুল নম্বরে ফোন করে ফেলছি।