তেজপাতার ব্যবহারে পেয়ে যান ঝকঝকে সাদা দাঁত

টুকিটাকি টিপস December 31, 2016 1,876
তেজপাতার ব্যবহারে পেয়ে যান ঝকঝকে সাদা দাঁত

একটি হাসি সমাধান করে দিতে পারে অনেকগুলো সমস্যা। আর সুন্দর হাসির মূল মন্ত্র হলো ঝকঝকে সাদা দাঁত। বিভিন্ন কারণে এই দাঁত হলদেটে হয়ে যেতে পারে। আর একবার দাঁত হলদেটে হওয়া শুরু করলে তা আর সহজে দূর করা যায় না। যত দামী টুথপেস্টই ব্যবহার করেন না কেন দাঁত একবার হলুদ হওয়া শুরু করলে তা দূর করা বেশ কঠিন। অথচ দাঁতের এই হলদেটে ভাব দূর করা সম্ভব তেজপাতা দিয়ে। কী অবাক হচ্ছেন? ভাবছেন তেজপাতা কীভাবে দাঁত সাদা করবে? অবাক হওয়ার কিছু নেই, তেজপাতা দিয়ে পেয়ে যাবেন ঝকঝকে সাদা দাঁত।


যা যা লাগবে

- ১টি বা ২টি তেজপাতা

- লেবু বা কমলার খোসা গুঁড়ো


যেভাবে ব্যবহার করবেন

১। প্রথমে তেজপাতা মিহি করে গুঁড়ো করে নিন।


২। লেবু বা কমলার খোসা রোদে শুকিয়ে তারপর গুঁড়ো করুন।


৩। এবার তেজপাতা গুঁড়োর সাথে লেবু বা কমলার গুঁড়ো একসাথে মেশান। আপনি চাইলে খোসার পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন।


৪। তবে লেবুর রস পরিমাণে কম মেশাবেন কারণ লেবুর রস দাঁতের এনামেলের জন্য ক্ষতিকর।


৫। এই মিশ্রণটি টুথব্রাশে লাগিয়ে দাঁত ব্রাশ করুন।


৬। এটি দিয়ে সপ্তাহে তিনবার দাঁত ব্রাশ করুন। খুব বেশি বার এটি ব্যবহার করবেন না। এতে দাঁতের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।