বিলাসবহুল বাইক নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ ভারতের নতুন বাইক এনেছে। মডেল বিএমডব্লিউ জি ৩১০ আর। নতুন বছরের শুরুতেই ভারতের বিভিন্ন শোরুমে এই বাইকটি পাওয়া যাবে। টিভিএস ও বিএমডব্লিউ যৌথভাবে নির্মাণ করেছে এই বাইক।
টিভিএস ম্যানুফ্যাকচার করে তা রফতানি করবে বিএমডব্লিউ-এর বিদেশের মার্কেটে। এটিই বিএমডব্লিউ-এর প্রথম ৫০০ সিসির মোটরসাইকেল।
এতে আছে ৩১৩ সিসি পাওয়ার, লিকুইড কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, ৩৪ বিএইচপি পাওয়ার এবং ২৮ এনএম টর্ক এর সহযোগে নির্মিত বিএমডব্লিউ জি ৩১০ আর।
১৪৪ কি.মি প্রতি ঘন্টা বেগে চলতে সক্ষম হবে এই বাইক। ভারতীয় মূল্যে ২ লক্ষ টাকার মতো দাম নির্ধারণ করা হয়েছে এই বাইকের।