বিয়ে না করে মেয়েরা একাকী জীবনযাপন করতে পারবে কি?

ইসলামিক শিক্ষা December 30, 2016 3,059
বিয়ে না করে মেয়েরা একাকী জীবনযাপন করতে পারবে কি?

প্রশ্ন : কোনো মেয়ে যদি বিয়ে না করে একাকী জীবন কাটাতে চায়, ইসলামে কি সেটি জায়েজ আছে? আমাদের কোনো সাহাবি কি এভাবে অবিবাহিত থেকেছেন?


উত্তর : একাকী জীবনযাপন করা হারাম বা নিষিদ্ধ নয়। বিয়ে না করাটাও নিষিদ্ধ নয়। কিন্তু সেটা নির্ভর করছে ব্যক্তির অবস্থার ওপর। যেমন—বিয়ে যদি তাঁর জন্য অপরিহার্য হয়ে যায়, অথচ সে বিয়ে না করে, তাহলে সে গুনাহগার হবে, এটি হারাম কাজ হবে।


কিন্তু যদি দেখেন যে, শারীরিক কারণে খুব বেশি প্রয়োজন মনে করছেন না, তাহলে সে বিয়ে না করলেও সেটি নিষিদ্ধ কাজ নয়। অর্থাৎ এটি পরিস্থিতি এবং ব্যক্তির অবস্থার ওপর নির্ভর করছে।


তবে যদি কারো আশঙ্কা থাকে হারাম কাজে লিপ্ত হওয়ার, তাহলে বিয়ে করা তাঁর জন্য ওয়াজিব। এ অবস্থায় যদি তিনি বিয়ে না করে থাকেন, তাহলে তিনি গুনাহগার হবেন। এতেও কোনো সন্দেহ নেই।