ম্যাডাম : কাল ৩ প্রকার। যেমন- অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কাল। উদাহরণ হিসেবে মনে করো- আমি সুন্দরী ছিলাম, সুন্দরী আছি এবং সুন্দরী থাকবো। এখন তোমরা কেউ কি ৩ প্রকার কালের উদাহরণ বলতে পারবে?
শিমুল : ম্যাডাম, আমি পারব।
ম্যাডাম : ওকে ফাইন, বল তাহলে।
শিমুল : আপনার ধারণা ভুল ছিল, ভুল আছে এবং ভুল থাকবে।