সব চেয়ে কম জনসংখ্যার ঘনত্ব?
উত্তরঃমঙ্গোলিয়া
স্বাক্ষরতার হার এ শীর্ষ?
উত্তরঃস্নোভাকিয়া
গড় আয়ুতে শীর্ষ দেশ?
উত্তরঃজাপান (৮২ বছর)
সর্বোচ্চ আয়ের দেশ?
উত্তরঃ লুক্সেমবার্গ
সর্ব নিন্ম আয়ের দেশ?
উত্তরঃমোজাম্বিক।
শীর্ষ ব্যয় বহুল শহর?
উত্তরঃ টোকিও (জাপান)
শীর্ষ স্বল্প ব্যয়ের শহর?
উত্তরঃআসুনসিওন (প্যারাগুয়ে)
পৃথিবীর দীর্ঘতম খাল?
উত্তরঃ গ্রান্ডখাল (চীন)
পৃথিবীর গভীরতম খাল?
উত্তরঃ পানামা খাল (১৪ মিটার)
পানামা খাল যুক্ত করেছে?
উত্তরঃআটলান্টিক ও প্রশান্ত মহাসাগর কে।
পানামা খাল যুক্তরাষ্ট্র পানামা-কে হস্তান্তর করে?
উত্তরঃ৩১ ডিসেম্বর, ১৯৯৯।
সুয়েজ খাল (মিসর) সংযুক্ত করেছে?
উত্তরঃলোহিত সাগর ও ভূমধ্যসাগর কে।
ইউরোপের দ্বার বলা হয়?
উত্তরঃ ভিয়েনা
ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গ?
উত্তরঃ ইউরো টানেল
ইউরোপের দীর্ঘতম নদী?
উত্তরঃ ভলগা
তথ্যসূত্রঃ ইন্টারনেট